তাজাকিস্তানের ভূমিকম্প নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল
তুরস্ক ও ইতালির ভূমিকম্পের ছবি ভাইরাল হলো তাজকিস্তানের নামে
- Total Shares
গত ১২ই ফেব্রুয়ারী তাজাকিস্তানে এক জোরদার ভূমিকম্পের খবর পাওয়া যায়। এর পরই দুটি ছবি ভাইরাল হয় ফেসবুকে, সেখানে দাবি করা হয় ভূমিকম্প বিধস্ত এই ছবি দুটি তাজকিস্তানের।

ভাইরাল পোস্টটি আর্কাইভ হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল এই ছবি দুটোর কোনোটাই তাজকিস্তানের ভূমিকম্পের নয়।
রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা দুটি ভাইরাল ছবির সত্যতা খুঁজে পাই।
দুটি দোতলা বাড়ি ভেঙে পড়ার প্রথম ছবিটি পাওয়া যায় "সি এন বি সি" ওয়েবসাইটের একটি খবরে। গত বছর জানুয়ারী মাসে প্রকাশিত এই খবরে লেখা যে এটি তুরস্কের ভূমিকম্পের পর , সুরশুরু এলাকার ছবি। প্রতিবেদন অনুযায়ী তুরস্কের এই ভূমিকম্পে কমপক্ষে ১৮ জন মারা যান।

দ্বিতীয় ছবিটি বিবিসির ২০১৮ সালের প্রতিবেদনে পাওয়া যায়। সেই খবর অনুযায়ী জানা যায় , ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে , ভূমিকম্প হয় আশা পাশের এলাকায়। সেই সময় সিসিলি শহরের ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির হয়। ভাইরাল এই ছবিটি সেখানকার , তাজাকিস্তানের নয়।

সুতারং , ভাইরাল দুটি ছবির কোনোটির সঙ্গেই তাজকিস্তানের ভূমিকম্পের যোগাযোগ নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

