যীশু সেনগুপ্ত রুদ্রনীল ঘোষকে গিরিগিটি ও মিঠুন চক্রবর্তীকে কোবরা বলেননি
টলিউড অভিনেতা যীশু সেনগুপ্তকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে
- Total Shares
সেলিব্রিটিরা রাজনৈতিক ময়দানে যোগ দিলে বা রাজনৈতিক দল পরিবর্তন করলে তা নিয়ে সঙ্গে সঙ্গেই জল্পনা শুরু হয়ে যায়। সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন এই সব সেলিব্রিটিদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোর আলোচনা শুরু করে দেয়।
রাজ চৌধুরী নামের এক ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি বিখ্যাত টলিউড অভিনেতা যীশু সেনগুপ্তের ফেসবুক পোস্টের একটি স্ক্রিনশট। স্ক্রিনশটে যীশুকে মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। সেই স্ক্রীনশটের ক্যাপশন অনুযায়ী যীশু দাবি করছেন, "ভয়ানক কোবরা ও গিরগিটির সঙ্গে। " পাশাপাশি স্ক্রিনশটে দেখা যাচ্ছে, যীশু আলিপুর চিড়িয়াখানার লোকেশন ট্যাগ করেছেন।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্ত করতে গিয়ে আমরা প্রথমেই যীশু সেনগুপ্তর ফেসবুক প্রোফাইল খুঁজে বের করি। দেখা যাচ্ছে, ভেরিফাইড প্রোফাইল রয়েছে যীশুর। কিন্তু সেই প্রোফাইলে, ২০২০ সালের ২৩শে ডিসেম্বরের পর আর কোনও পোস্ট নেই। এর পর, আমরা যীশুর প্রোফাইলের সার্চ অপশনে গিয়ে "মিঠুন" শব্দটি টাইপ করে দেখি। সঙ্গে টিভি ৯ চ্যানেলের একটি রিপোর্ট আমাদের চোখে পরে যেখানে এই ছবিটি ব্যবহার করা হয়েছে।
এই রিপোর্টে দাবি করা হয়েছে, ছবিটি রুদ্রনীল ঘোষের তোলা ও রুদ্রনীল ঘোষ এই ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন।
এছাড়া, দ্যওয়াল ও ইন্ডিয়ানএক্সপ্রেস বাংলাও এই ছবিটি ব্যবহার করে যীশু-র বিজেপি যোগের সম্ভাবনা নিয়ে খবর করেছে।
এর পর, আমরা ফেসবুকে গিয়ে রুদ্রনীল ঘোষের ভেরিফাইড প্রোফাইল থেকে মূল ছবিটি খুঁজে পাই। দেখা যাচ্ছে, ৯ই মার্চ ছবিটি পোস্ট করেছেন রুদ্রনীল। ফেসবুক পোস্টের ছবিটিতে যীশুর হাতের কাছে 'ওহ বাঙালি' বলে একটি ওয়াটারমার্ক আছে, যেটা রুদ্রনীলের মূল ছবিটিতে নেই।

প্রসঙ্গত, গত ৭ মার্চ, ব্রিগেড মঞ্চে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। সেদিন ব্রিগেডে তিনি বলেছিলেন, ‘‘আমি জলঢোড়াও নই। বেলেবোড়াও নই। আমি হলাম জাত গোখরো! এক ছোবলেই ছবি।“ অন্যদিকে, প্রথমে বামফ্রন্ট, পরে তৃণমূল ও এখন বিজেপিতে যোগদানের পরে, সোশ্যাল মিডিয়া জুড়ে রুদ্রনীলকে 'গিরগিটি' বলে আখ্যা দেওয়া হচ্ছে।
ইন্ডিয়া টুডের তরফ থেকে যীশুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি এখনও পর্যন্ত তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তবে যে ফেসবুক ব্যবহারকারী এই পোস্টটি করেছেন তিনি কমেন্ট বক্সে স্বীকার করছেন যে পোস্টটি মর্ফ করা হয়েছে।
সুতারং বলা যায়, এই ফেসবুক পোস্টটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

