ছবিটি ২০২১ সালের নয়, ছবিটি কমপক্ষে ২০১৩ সালের
ছবি পোস্ট করে লেখা হয়েছে, ১৫ জনকে উদ্ধারের জন্য সেনাবাহিনীকে কুর্নিশ
- Total Shares
নন্দাদেবী হিমবাহ বিস্ফোরণের পরে সোশ্যাল মিডিয়া জুড়ে সেই বিপর্যয় সম্পর্কিত পোস্ট ক্রমশ ভাইরাল হয়ে পড়ছে। বিভিন্ন শ্রেণীর মানুষ সেই বিপর্যয় সম্পর্কিত পোস্ট করে বিভিন্ন ধরণের দাবি তুলে ধরছেন।
'বি.জি.পি. ওয়েস্ট বেঙ্গল' নামের একটি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা মাতৃস্নেহে এক শিখ জওয়ানের গাল টিপে দিচ্ছেন। ছবিটির সঙ্গে লেখা হয়েছে, "ভারতীয় সেনাকে কুর্নিশ। উত্তরাখণ্ডে সুড়ঙ্গে আটকে থাকা ১৫জনকে নতুন জীবন দিলেন। "

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
আমরা ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'রোমান্টিক ভিডিও' নামের একটি ফেসবুক প্রোফাইলে এই ছবিটি দেখতে পাই। সেই প্রোফাইলে ছবিটি ৩১শে জুলাই, ২০২০ সালে পোস্ট করা হয়েছিল। এই ছবিটির সঙ্গে এ বছরের উত্তরাখণ্ড বিপর্যয়ের কোনও সম্পর্ক নেই তা এর থেকে পরিষ্কার হলো।
এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
এর পর আমরা ছবিটির প্রকৃত সূত্রে খুঁজে পাওয়ার চেষ্টা করি। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ইন্ডিয়া টাইমস ওয়েবসাইটে এই ছবিটি প্রকাশিত হয়েছিল। সেই ছবির ক্যাপশনে বলা হচ্ছে, ২০১৩ সালের উত্তরাখণ্ড বিপর্যয়ের সময় ভারতীয় সেনা অক্লান্ত পরিশ্রম করে প্রচুর সাধারণ মানুষকে উদ্ধার করেছিলেন। ছবিটি সে সময়কার।

তবে এই ওয়েবসাইটের ক্যাপশনে যে সঠিক তথ্য দেওয়া হয়েছে সে ব্যাপারে আমরা একশো শতাংশ নিশ্চিত নই।
অন্যদিকে, পোস্টে যে ১৫জনকে সুড়ঙ্গ থেকে উদ্ধারের কথা বলা হচ্ছে সেই ঘটনাটি গত রবিবার হিমবাহ বিস্ফোরণের পরের ঘটনা। তপোবনের কাছে এনটিপিসি সুড়ঙ্গে বেশ কিছু শ্রমিক আটকে পড়েছিলেন। খবরের প্রকাশ, আইটিবিপি জওয়ানেরা সেই সুড়ঙ্গ থেকে ১৫জনকে উদ্ধার করেছে।
সুতারং, বলা যেতেই পারে 'বি.জে.পি. ওয়েস্ট বেঙ্গল' ফেসবুক পেজের এই দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

