২৭ নয়, দু'-দফায়ে ২৫ বছর পশ্চিমবঙ্গ শাসন করেছিল কংগ্রেস
ফেসবুকে দাবি, কংগ্রেস নাকি ২৭ বছর ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল
- Total Shares
নির্বাচন যখন দোরগোড়ায় তখন স্বাভাবিকভাবেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের পোস্ট সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে।
'বি.জে.পি. ওয়েস্ট বেঙ্গল' নামের একটি ফেসবুক পেজে এমনই একটা পোস্ট করে দাবি করা হয়েছে, "পশ্চিমবঙ্গে প্রায় 3 বছর রাষ্ট্রপতি শাসন বাদে, CONGRESS(27ব.), CPM(34ব.), TMC(10ব.) রাজ্যটিকে পরিচালনা করেছে!"

এখানে পোস্টটি আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
ইতিহাসে ঘেঁটে দেখা যাচ্ছে কংগ্রেস পশ্চিমবঙ্গে ২৭ বছর নয়, মোট ২৫ বছর রাজত্ব করেছে। এর মধ্যে স্বাধীনতার পর থেকে একটানা ২০ বছর, অর্থাৎ ১৯৪৭ সাল থেকে ১৯৬৭ সাল অবধি। এই সময়ে বাংলা মোট চারজন কংগ্রেসী মুখ্যমন্ত্রী পেয়েছেন - প্রফুল্ল চন্দ্র ঘোষ, বিধান চন্দ্র রায় ও প্রফুল্ল চন্দ্র ঘোষ। এর পর, আবার ১৯৭২ থেকে থেকে ১৯৭৭ সাল অবধি বাংলার মসনদে ছিল কংগ্রেস। এই পাঁচটা বছর কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়।
অর্থাৎ, দু-দফা মিলিয়ে মোট ২৫ বছর পশ্চিমবাংলার দায়িত্বে ছিল কংগ্রেস।
এর পর টানা ৩৪ বছর পশ্চিমবাংলার শাসনের ভার ছিল বামফ্রন্টের হাতে। বাম জমানায় দু'জন মুখ্যমন্ত্রী পেয়েছে বাংলা - প্রথমে জ্যোতি বসু ও পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য। অবশেষে, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস এবং পরবর্তী দশ বছর ধরে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ শাসন করে চলেছে।
পোস্টে দাবি করা হয়েছে তিন বছর পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। তিন বছর না হলেও, তিন-দফায় প্রায় ২৪ মাস মতো বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল।
এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বাকি বছর দুয়েক মতো বাংলা কার দায়িত্বে ছিল ? দেখা যাচ্ছে, দু'দফায় দু'বছর পশ্চিমবাংলাকে শাসন করেছে যুক্তফ্রন্ট। এই দুই দফাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমত্রী ছিলেন অজয় মুখার্জি।
২০১০ সালে হিন্দুস্তান টাইমসে প্রকাশিত তৎকালীন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লেখায় এই ইতিহাসের কিছু বিবরণ পাওয়া যায়। কংগ্রেস থেকে বেরিয়ে এসে বাংলা কংগ্রেস গঠন করেছিলেন অজয় মুখার্জি। এই ফ্রন্টে বেশ কয়েকটি বামপন্থী দলও শরিক ছিল। একটা সময়ে, যুক্তফ্রন্টের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জ্যোতি বসু।
বিষয়টি আরও নিশ্চিত করতে আমরা বর্ষীয়ান রাজনৈতিক নেতা নির্বেদ রায়ের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, "মোট ২৫ বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল কংগ্রেস। এ রাজ্যে একটানা ৩৪ বছর ধরে বাং শাসন ছিল। গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে রয়েছে তৃণমূল সরকার। মাঝে কিছুটা সময়ের জন্য ২৪ মাস মতো রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল।"
সুতারং, বলা যেতেই পারে ফেসবুক পোস্টের এই দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

