না, ১৩ই মার্চ নয় এ বছর বিশ্ব ঘুম দিবস ১৯শে মার্চ
বিশ্ব ঘুম দিবস নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে
- Total Shares
গোটা বছর ধরেই বিভিন্ন বিশেষ ধরণের দিন উদযাপন হয়ে থাকে গোটা বিশ্বজুড়েই। আর, সেই বিশেষ দিনগুলোতে সোশ্যাল মিডিয়া খুললে সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের পোস্ট চোখে পরে।
এক ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে একটি পোস্ট করে দাবি করেছেন, আজ ১৩ই মার্চ, বিশ্ব ঘুম দিবস। ঘুম স্বাস্থ্যের জন্য ভালো।" মাত্র সাত ঘন্টার মধ্যেই পোস্টটি বেশ কয়কেবার শেয়ার হয়েছে। অনেকেই এই পোস্টে রিয়াক্ট করেছেন ও কমেন্ট করেছেন।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে দেখা যাচ্ছে, বিশ্ব ঘুম দিবস নির্দিষ্ট করে তারিখে উদযাপন করা হয়না। একটি নির্দিষ্ট বারে উদযাপন করা হয়ে থাকে। প্রতি বছর বসন্ত বিষুব-এর ঠিক আগের শুক্রবার এই দিনটি উদযাপন করা হয়। ২০২১ সালে বসন্ত বিষুব (Spring equinox) ২০শে মার্চ পড়েছে। তাই তার ঠিক আগের শুক্রবার, অর্থাৎ ১৯শে মার্চ, এবছরের বিশ্ব ঘুম দিবস।
বিশ্ব ঘুম দিবস সোসাইটির বিশ্ব ঘুম দিবস কমিটি প্রতি বছর এই দিনটি উদযাপন করে থাকে। তাদের ওয়েবসাইটেও দেখা যাচ্ছে এ বছর দিনটি ১৯ই মার্চ অনুষ্ঠিত হবে। ২০০৭ সাল থেকে বিশ্ববাসীকে ঘুমের উপকারিতা সম্বন্ধে সচেনতন করার লক্ষ্যে এই দিনটি উদযাপন করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছর, অর্থাৎ ২০২০ সালে দিনটি ১৩ই মার্চ পালন করা হয়েছিল।
সুতারং বলা যেতেই পারে ফেসবুক পোস্টের এই দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

