নারী দিবসের যোগ নেই, ছবিতে আদিত্যনাথকে কুমারী পুজো করতে দেখা যাচ্ছে
বালিকার পা ধুয়ে দেওয়ার ছবি পোস্ট করে দাবি, ছবিটি নারী দিবসের
- Total Shares
৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর, এই বিশেষ দিনটিতে গোটা বিশ্বজুড়ে বিভিন্ন ধরণের অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে। স্বভাবতই, এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও বেশ চর্চা হয়ে থাকে।
'প্রণব ঘোষ' নামের একজন ফেসবুক ব্যবহারকারী এই নারী দিবস সম্পর্কে একটি ছবি পোস্ট করে লিখেছেন, "নারী দিবসের সেরা ছবি।" ছবিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একজন বালিকার পা ধুয়ে দিতে দেখা যাচ্ছে।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
ছবিটিকে রিভার্স সার্চ করে আমরা মূল ছবিটির সন্ধান পাই। দেখা যাচ্ছে, ছবিটি ২০২০ সালের অক্টোবর মাসে গোরক্ষপুরে তোলা হয়েছিল। নবরাত্রির নবমীর দিনে কুমারী পুজোর রীতি রয়েছে। যোগী আদিত্যনাথ যখন রীতি মেনে এই কুমারী পুজো করছিলেন তখন এই ছবিটি তোলা হয়েছিল।

On the auspicious occasion of Navaratri, CM @myogiadityanath Perrforming 'Kanya Poojan ' .JaiMa Durga #Dussehra pic.twitter.com/inn1JEUTze
— IndSamachar News (@Indsamachar) October 25, 2020
অর্থাৎ, এই ছবিটির সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসের কোনও মিল নেই।
সুতারং, বলা যেতেই পারে ফেসবুক পোস্টের এই দাবি বিভ্রান্তিমূলক।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

