পিতৃদিবসে ছবির কোলাজ, সারা বিশ্ব থেকে
প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার এই দিন পালিত হয়
- Total Shares
পুরোনো সেই ছবি। প্রয়াত বাইকার বাবার গ্লভসে নিশ্চিন্তে শুয়ে দেয়ালা করছে শিশুটি। মাথার কাছে হেলমেট। কিম স্টোনের সেই ছবি এক হাজার শব্দ বলে দেয় না, রচনা করে সম্পূর্ণ এক মহাকাব্য। ফাদার্স ডেতে সেটাই হতে পারে সবচেয়ে বড় বিজ্ঞাপন।
কিম স্টোনের সেই মহাকাব্যিক ছবি
আজকের দিনের জন্য ডুডল বানিয়েছে গুগলও। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার ফাদার্স ডে পালন করা হয়। ১০৯ বছর আগে থেকে এই দিনটি পালন করা শুরু হলেও, ১৯৭২ সালে স্থির হয় যে জুন মাসের তৃতীয় রবিবার তা পালন করা হবে।




পেনসিলের ভুল লেখা যে ভাবে ইরেজার ক্ষইয়ে ফেলে সংশোধন করা হয়, বাবাও সেই ভাবেই নিজেকে নিঃশেষ করে দেন সন্তানের জন্য। তাঁর শাসনের আড়ালে থাকে গভীর অব্যক্ত ভালোবাসা। কষ্ট হলে তাঁরা চোখের জল ফেলেন না, শক্ত করে নেন চোয়াল।
তাই বোধহয় তাঁরা পূজনীয় – “পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপঃ/পিতাহি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা।”
পিতৃদিবসের ছবির কোলাজ, সারা বিশ্ব থেকে।

