রাজনৈতিক মঞ্চে প্রিয়াঙ্কা গান্ধীর আগমনে এবার কি কংগ্রেসের 'আচ্ছে দিন' শুরু হল

তাঁর আগমনে উত্তরপ্রদেশে প্রভাব পড়বে, অন্য রাজ্যতেও রাজনৈতিক অঙ্ক বদলে যেতে পারে

 |  2-minute read |   24-01-2019
  • Total Shares

প্রিয়াঙ্কা গান্ধীর রাজনৈতিক মঞ্চে প্রবেশের ফলে যে পাঁচটি প্রভাব পড়তে পারে

১) রাহুল গান্ধী এবার ফ্রন্ট ফুটে ব্যাট করবেন

ভারতীয় রাজনীতিতে অন্যতম ঝুঁকি নিতে দেখা গেল কংগ্রেসকে। রাহুল গান্ধী জানিয়েছেন, "আমার বোন যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজ করে এবং তিনি এবার আমাকে সাহায্য করবেন।" নিঃসন্দেহে, প্রিয়াঙ্কাকে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে বড় ফাটকা খেলল কংগ্রেস।

body_012419042415.jpgতিনি সর্বদাই ছিলেন, কিন্তু এখন সরকারিভাবে যোগ দিলেন [ছবি: এপি]

উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনই গুরত্বপূর্ন। আগামী পাঁচ বছর কে ভারত শাসন করবে তার অনেকটাই এই রাজ্যই কিন্তু নির্ণয় করে দেয়। সুতারং, উত্তরপ্রদেশের নির্বাচনী যুদ্ধে কখনই ব্যাক ফুটে থাকতে চাইবে না কংগ্রেস।

২) এসপি-বিএসপি জোটের ভবিষ্যৎ

অখিলেশ ও মায়াবতী শুধুমাত্র আমেঠি ও রাই বেরিলির আসন দু'টি ছাড়া কংগ্রেসকে বিশেষ পাত্তা দিচ্ছিলেন না। কিন্তু এবার প্রিয়াঙ্কার আগমন তাঁদের কিছুটা চিন্তায় রাখবে।

রাহুল গান্ধী জানিয়েছে যে তাঁরা জোটকে সাহায্য করবে। তাঁর কথায়, "বিজেপিকে পর্যদুস্ত করতে যা প্রয়োজন তাই আমরা করতে প্রস্তুত।"

body1_012419042518.jpgপ্রিয়াঙ্কার আগমন তাঁদের উপর কী প্রভাব ফেলবে? [ছবি: পিটিআই]

এখন দেখতে হবে এই পরিস্থিতিতে মায়াবতী ও অখিলেশের পরবর্তী পদক্ষেপ কী হয়।

৩) প্রিয়াঙ্কার আগমনে হতচকিত বিজেপি

প্রিয়াঙ্কার গান্ধীর সক্রিয় রাজনীতিতে যোগদানের বিশ্লেষণ বিভিন্নভাবে হবে। কিন্তু এর ফলে বেশ হতচকিত দেখাচ্ছে বিজেপিকে। শাসক দল ভেবেছিল উত্তরপ্রদেশে বিজেপির লড়াইটা মূলত এসপি-বিএসপি জোটের বিরুদ্ধেই হবে। কিন্তু রাহুল এখন বলেছেন, "বিজেপি ভয় পেয়েছে।" উল্টোদিকে কংগ্রেসের এই সিধঁৎজকে রাহুলের ব্যর্থতা বলে আখ্যা দিয়ে বিজেপি জানিয়েছে, "রাহুল উত্তরপ্রদেশে কিছু করতে পারেননি বলেই এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।"

body2_012419042625.jpgচাণক্য কি এই ব্রহ্মাস্ত্রের মোকাবিলা করতে পারবে? [ছবি: পিটিআই]

প্রিয়াঙ্কার আগমনকে রাজ্যাভিষেক বা যাই বলেই সম্বোধন করা হোক না কেন, নিঃসন্দেহে এই ব্রহ্মাস্ত্রকে হারাতে হলে বিজেপি আরও শক্তিশালী স্ট্রাটেজি তৈরি করতে হবে।

৪) পূর্ব উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা বনাম মোদী

২০১৪ লোকসভা নির্বাচনে বেনারস আসন থেকে প্রার্থী হয়ে পূর্বাঞ্চলী ভোটারদের উপর যথেষ্ট প্রভাব ফেলেছিলেন নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে ২০১৯ লোকসভা নির্বাচনের পূর্বে প্রিয়াঙ্কাকে পূরণ উত্তরপ্রদেশের সাধারণ সচিবের দায়িত্ব দেওয়াটা কিন্তু যথেষ্ট গুরুত্বের। এর প্রভাব কিন্তু দিল্লিতেও পড়বে যেখানে প্রচুর পূর্বাঞ্চলী ভোটাররা বিজেপির ভাগ্য গড়ে দিয়ে থাকে। বিজেপির দিল্লি সভাপতি মনোজ তিওয়ারি, যিনি নিজে পূর্বাঞ্চলি ভোটারদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য এই পদটি পেয়েছেন, নিঃসন্দেহে এই বিষয়টির সম্পর্কে ওয়াকিবহাল।

body3_012419042718.jpgউত্তরপ্রদেশ ভোটের প্রভাব দিল্লিতেও পড়ে [ছবি: পিটিআই]

শীলা দীক্ষিতও এই ফ্যাক্টরটির উপর নির্ভর করে থাকেন।

৫) কংগ্রেস কি মহাগঠবন্ধন গড়তে পারবে?

সম্প্রতি, বিহারে শরিক আরজেডির সঙ্গে ঝামেলার সৃষ্টি হয়েছে এবং অন্ধ্র প্রদেশে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সম্পর্ক ভালো নয় কংগ্রেসের। এই পরিস্থিতিতে কংগ্রেসকে ব্যাপক আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। অন্যান্য রাজ্যগুলোতেও কি এই আলোচনার দায়িত্বটা প্রিয়াঙ্কা নেবেন?

body4_012419042818.jpgজোটের কতৃত্ব কি আবার কংগ্রেসের হাতে ফিরবে [ছবি: পিটিআই]

এর প্রভাব কি কংগ্রেসের মহাগঠবন্ধন স্ট্রাটেজির উপর পড়বে?

সব ধরণের পরিস্থিতির সম্ভাবনা এই মুহূর্তে খোলা রয়েছে। আর, হ্যা, এবার কিন্তু নির্বাচনী অঙ্ক বদলেছে কংগ্রেসের হাত ধরে।

লেখাটি পড়ুন ইংরেজিতে

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

SEEMA GUPTA SEEMA GUPTA @seemakrgupta

The writer is a news editor, India Today Television.

Comment