বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়: সাবাস, কিন্তু সাবধান

ভারতীয় ব্যাটিংয়ে টেল এন্ডার ৫ জন ২৫ রান তোলে। আর অজিরা ২০৭ রান!

 |  3-minute read |   10-12-2018
  • Total Shares

"থোড়ি দের কে লিয়ে গোটি মু মে থা"। বক্তা ভারতীয় দলের কোচ। বিদেশ সফরে প্রথম টেস্টে জয়। তা সে ৩১ রানে হল তো কী হল! ৪ টেস্টের সিরিজ তো টিম কোহলি ১-০ তে এগিয়ে রইল। আর প্রতিপক্ষ যেখানে অস্ট্রেলিয়া।

ap_121018085115.jpgঅস্ট্রেলিয়ায় জয়ী ভারত (ছবি:এপি)

আবেগের মাত্রা একটু বেশি হওয়া স্বাভাবিক। ভারতীয় দলের কোচের আবেগটাও মাত্রাতে বাঁধা পড়েনি। তাই জেতার পর স্টুডিয়োতে বসা বিশেষজ্ঞদের কথার উত্তরে ‘ঠিক পরিস্থিতি’টা বোঝাতে হিন্দিতে কথাগুলো বলেই ফেললেন: "....গোটি মু মে আ গায়া থা"...সত্যিই তো। ৩১ রানে জয় আডিলেডে। অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে চোখ বোলালে দেখা যাবে, অতিরিক্ত দিয়েছে ৩৬ রান। তার অর্থ? ৩১ রানে জেতা দলের রান আরও কম হতো। অজিরা ১ উইকেটে জিততেও পারত।

"...গোটি মু মে ..." রেখেই ব‍্যাট করছিল অজিরা। ৩১ রানে হারার পর অজি কোচ হিন্দি জানলে- এ রকমের কিছু একটা দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের সামনে বলতেন হয়ত। রবি'র বক্তব‍্য নিয়ে সোস‍্যাল মিডিয়ায় যে দাপটে ট্রোল চলছে, মনে হচ্ছে - ম‍্যাচের সেরা: শাস্ত্রীজি।  তবু সিরিজের শুরু জয় দিয়ে মানেই, মানসিক লড়ায়ে অনেকটা এগিয়ে থাকা। তিন নম্বরে রাহুল দ্রাবিড়ের মতো পূজারা প‍্যাড-ব‍্যাট-গ্লভস-হেলমেটে লড়ে গেছেন। কিন্তু শুরুতে সেওয়াগ-গৌতম হয়ে উঠতে আবারও ব‍্যর্থ রাহুল-মুরলী। রাহুলের ৩৪ টি টেস্ট খেলা হয়ে গেল, ব‍্যাটিং গড়ও যেন হাত ধরেই (৩৭) হাঁটছে। 

ভারত এই ম‍্যাচটা পূজারা আর বোলারদের দাপটেই জিতে নিতে পারল। ২০১৮ তে জেতা ৩টি টেস্টে পূজারা ৫০ এর উপর রান করেছিল।

আমাদের বোলাররা বিদেশের মাটিতে বিপক্ষের ২০টি উইকেট নেওয়ার ক্ষমতা তো দেখিয়ে দিলো! স্মিথ-ওয়ার্নার না থাকা অজি দল অবশ্য পরের টেস্টে পার্থে পাল্টা আঘাত হানতে হন‍্যে হয়ে ঘুরবে। জো'বার্গে প্রথম ইনিংসে ১৭৯ বলে ৫০। ট্রেন্টব্রিজে দ্বিতীয় ইনিংসে ২০৮ বলে ৭৯ এবং অ্যাডিলেডে ১২৩ (২৪৬ বল), ৭১ (২০৪ বলে)। আর এবার: ১২৩ (২৪৬ বল) ও ৭১(২০৪ )বল।

আবার জয় এল। বিপক্ষ বোলারদের পাল্টা চ‍্যালেঞ্জ জানাতে হয়, সে কথা রোহিত সাদা পোশাক পরলে আর লাল বল দেখলে যেন বেমালুম ভুলেই যান! প্লিজ, একটু অনুপ্রাণিত হতে ৫-৬ নম্বরে নামা লক্ষ্মণের ইনিংসের ভিডিয়োগুলো সংগ্রহে রাখতে পারতেন। কোহলি-রাহানের চেষ্টাটা মিলে যাচ্ছে শচীন-সৌরভের মতো। 

কিন্তু পন্থ কেন কিপিংয়ের -বি-সি-ডি-তে ভুল করবেন? বাঁ-হাতি ক্রিকেটার, তিনি আবার উইকেটকিপার। কেন তাঁর "স্ট্রং হ‍্যান্ড" ব‍্যাটসম‍্যানের লেগ সাইড ক‍্যাচ নিতে এগিয়ে যাবে না! কেন ‘উইক্ হ‍্যান্ড’ গ্লভস যাবে! কেন অফ স্টাম্পের বাইরের বলে তাঁর শরীরের ওজন লেগ সাইডে চলে যাবে!! তাই সহজ ক‍্যাচ গ্লাভসে জমেনি। অজি টেল এন্ডাররা লড়ে যাচ্ছিলেন, ম‍্যাচ বের করে নিতে।  স্কোরবোর্ড বলছে, ভারতীয় ব‍্যাটিংয়ে টেল এন্ডার ৫ জন ২৫ রান তোলে। আর অজিদের শেষ ৫ চোয়াল কষে এনে দেয় ২০৭ রান!! ১৮৬/৭ স্কোর লাইনটা ২৯১ এ থামে। 

তাই তো রবি শাস্ত্রীর ...." থোরি দের কে লিয়ে..."...

দলনেতা কোহলির প্রথম বিবাহবার্ষিকীর আগেই টেস্ট জয় দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে চার ম‍্যাচের সিরিজ শুরু। ওয়েলডান টিম ইন্ডিয়া।

চক দে ইন্ডিয়া আওয়াজ তুলে একধাপ এগনোর পালা হকির। ছোট বলে বলিয়ান যে আমরা।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

DIPANKAR GUHA DIPANKAR GUHA @dg_1965

The writer is a Senior Sports Journalist

Comment