হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছি, তবে অ্যাডভান্টেজ কেকেআর
শেষ তিনটে ম্যাচ জিতে দুরন্ত ছন্দে কার্তিকরা, শেষ তিনটিতে হেরে কিছুটা ছন্দহীন সাকিবরা
- Total Shares
সত্যি আইপিএল খেলাটা অনেকটা খেলার সাপ-লুডোর মতো। ইংরেজিতে যাকে বলে স্নেকস এন্ড ল্যাডারস। গত সপ্তাহে যখন নিজামের শহরে হায়দরাবাদ সান রাইজার্সের মুখোমুখি হয়েছিল কেকেআর তখন সকলেই সাকিবদের ফেভারিট বলে ধরে নিয়েছিল। আর, দীনেশ কার্তিকরা ছিলেন আন্ডারডগ। আর শুক্রবার সন্ধ্যাবেলা যখন ইডেনে সেই হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কেকেআর, তখন কিন্তু সুনীল নারিন-পীযূষ চাওলা-আন্দ্রে রাসেলদের এগিয়ে রাখতে বাধ্য হচ্ছি, লিগ পর্যায়ে হায়দরাবাদ এক নম্বরে শেষ করা সত্ত্বেও।
আজ কেকেআরের ফেভারিট হিসেবে শুরু করবার প্রধান কারণ দুরন্ত ছন্দে রয়েছে শাহরুখ খানের দল। উল্টোদিকে শেষ তিনটে ম্যাচ হেরে কিছুটা হলেও ছন্দপতন ঘটেছে হায়দরবাদের। চেন্নাইয়ের ও কলকাতার কাছে কাছে গ্রুপ লিগে তাদের শেষ দু'টি ম্যাচ হেরেছে হায়দরাবাদ। উল্টোদিকে, রাজস্থান ও হায়দরবাদকে গ্রুপ লিগের শেষ দু'টি ম্যাচে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল কেকেআর। তার উপর এলিমিনেটর ম্যাচে রাজস্থানকে পরাস্ত করে এবার প্লে-অফে হায়দরাবাদের মুখোমুখি কেকেআর। সত্যি, অনবদ্য ছন্দে রয়েছেন কার্তিকরা।
দল হিসাবে হায়দরাবাদ বেশ শক্তিশালী
কেকেআরকে এগিয়ে রাখবার দ্বিতীয় কারণটি হচ্ছে অধিনায়ক দীনেশ কার্তিক। ব্যাটসম্যান কার্তিক দুরন্ত ফর্মে আছে বলে আমি একথা বলছি না। আমি অধিনায়ক কার্তিকের কথা বলছি। গত ম্যাচে মাত্র ১৬৯ রানের পুঁজি সম্বল করে রাজস্থানকে হারিয়ে দিল কেকেআর। এই জয়ে অধিনায়ক কার্তিকের অবদান অনস্বীকার্য। যে ভাবে সেদিন তিনি বোলার ও ফিল্ড পরিবর্তন করে গেলেন তা দেখে আমি যারপরনাই মুগ্ধ। এ ছাড়া আজ ঘরের মাঠে খেলবার বাড়তি সুবিধাটুকু কেকেআরই পাবে।
কেকেআর দুরুন্ত ছন্দে, তাই আমি কেকেআরকেই এগিয়ে রাখছি
তবে ফাইনালে ধোনিদের মুখোমুখি হতে গেলে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। শেষ ম্যাচে হায়দরাবাদকে কেকেআর হারিয়েছে তো কী হয়েছে? ততক্ষণে শেষ চারে জায়গা করে নিয়েছিল হায়দরাবাদ তাই সেই ম্যাচটায় তারা যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেরে নিয়েছিল। আর একটা কথা কেকেআরে মাথায় রাখতে হবে - রশিদ খান, সাকিব আল হাসান ও ভুবনেশ্বর কুমার সমৃদ্ধ হায়দরাবাদের বোলিং লাইন আপ বেশ শক্তিশালী। আরও স্পষ্ট ভাবে বলতে গেলে, দল হিসাবে হায়দরাবাদ বেশ শক্তিশালী।
এতটাই শক্তিশালী যে জাতীয় দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকেও ডাগআউটে বসে থাকতে হচ্ছে।
সব মিলিয়ে একটি হাড্ডাহাড্ডি ম্যাচের প্রতাশ্যা নিয়ে আজ সন্ধ্যেবেলায় ইডেনের দিকে নজর রাখবেন আপামর ক্রিকেট প্রেমীরা। আমি বলব, অ্যাডভান্টেজ কেকেআর।
কী হলে কী হবে?
যে জিতবে সেই ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হবে।
টাই হলে সুপার ওভারে ম্যাচের ফয়সালা হবে।
বৃষ্টি বিঘ্ন ঘটালে নূন্যতম ছ'ওভারের (একটি ইনিংসে) ম্যাচ করতেই হবে।
যদি তাও সম্ভব না হয়, তাহলে শুধুমাত্র সুপার ওভারেই ম্যাচের ফয়সালা হবে।
যদি একটি বলও না হয়, আবার শুধুমাত্র সুপারওভারও সম্ভব না হয় তাহলে গ্রুপ লিগে এগিয়ে থাকার জন্য ফাইনালে চলে যাবে হায়দরাবাদ।

