বড়দিন কেমন কাটল কলকাতার?
শীত জাঁকিয়ে পড়েছে, তাই ভিড় উপচে পড়েছে মহানগরে
- Total Shares
বড়দিনের কলকাতা মানেই ভিড়, জাঁকিয়ে শীত পড়লে তো কথাই নেই। তিলধারনের জায়গা থাকে না চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ও সেন্ট পলস গির্জা। রবিবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রার্থনা করতে যাবেন বলে চার্চের ধারেকাছে কাউকে ঘেঁষতে দেয়নি পুলিশ। বিড়লা প্ল্যানেটোরিয়াম ও সেন্ট পলস গির্জা সংলগ্ন রাস্তায় কঠোর ভাবে যান নিয়ন্ত্রণ করেছে পুলিশ।
২৫ ডিসেম্বর সকাল থেকে অবশ্য ভিড় উপচে পড়েছে কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চিরকালীন আকর্ষণের কেন্দ্রগুলিতে। ভিড় হয়েছে আরও একটি জায়গায় – কলকাতায় ঘোরার নতুন ঠিকানা ইকো পার্কে। স্বভাবতই সায়েন্স সিটি, নিক্কো পার্কও ফাঁকা ছিল না। তবে চিড়িয়াখানার আকর্ষণটাই আলাদা – বাঘ আছে বলে কথা!
সেই বড়দিনের কলকাতার খণ্ডচিত্র।
কলকাতার পথে ভিড়
সেন্ট পলস গির্জা
সেন্ট পলস গির্জায় সান্তার বেশে
বাতি জ্বালিয়ে প্রার্থনা
যিশু খ্রিস্টের জন্ম
দীর্ঘ অপেক্ষা বিড়লা তারামণ্ডলের বাইরে
চিড়িয়াখানা ছিল অন্যতম আকর্ষণ
রোদ পোহাচ্ছে গণ্ডার
বিকিকিনি চলছে পথের ধারে
ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাইরে ভিড়, ঢোকার জন্য ছিল দীর্ঘ লাইন

