পুজোর আগে শান্তিপুর ও ফুলিয়ার তাঁতিপাড়ার অন্দরমহলে

এই এলাকার প্রায় ১২ হাজার তাঁত রয়েছে , প্রায় ৩০ হাজারের কাছাকাছি মানুষ এই ব্যবসায় যুক্ত

 |  1-minute read |   21-09-2018
  • Total Shares

তাঁত শিল্পের সঠিক ইতিহাস বলা মুশকিল, তবে জানা যায় যে, আদি বসাক সম্প্রদায় তাঁতী রাই তন্তুবায় গোত্রের লোক । শুরু তে সিন্ধু অববাহিকা থেকে এসে পশ্চিমবঙ্গে তাঁতের কাজ শুরু করে । অবশ্য আরো জানা যায় যে মণিপুরী সম্প্রদায় নিজেদের বস্ত্রের প্রয়োজন মেটাতেই তাঁতের কাজ শুরু করে , যা পরবর্তী তে বাঙালি সমাজে নন্দিত ও ব্যবহৃত হয়ে আসছে । প্রতিবছর শারদ উৎসবের আগে থেকে শোরগোল পড়ে যায় পশ্চিমবঙ্গের ফুলিয়া ও শান্তিপুরের তাঁতিপাড়ায় । এই এলাকার প্রায় ১২ হাজার তাঁত রয়েছে , যার সাথে যুক্ত প্রায় ৩০ হাজারের কাছাকাছি মানুষ ও তাদের রুটিরুজি। এখানকার তাঁত থেকে ভারতের বিভিন্ন প্রদেশ সহ আমেরিকা, মালয়েশিয়া ,থাইল্যান্ডে শাড়ী রপ্তানি হয় । তাঁত ছাড়াও রয়েছে হান্ডব্লক , বালুচরি, জুট কাতান, জামদানি, তসর , সিল্ক, ধুপিয়ান ইত্যাদি হরেক রকমের শাড়ী সাড়ে পাঁচশো থেকে ১০ হাজারেরও অধিক দামে ।

body_092118062336.jpg

body1_092118062349.jpg

body2_092118062401.jpg

body3_092118062412.jpg

body4_092118062423.jpg

body5_092118062433.jpg

 

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

ARPAN GANGULY ARPAN GANGULY

The writer is a corporate executive and passionate photographer.

Comment