রশিদ, তোমাদের জন্য ভারতের কাবুলিওয়ালারাও গর্বিত

আফগানরা অপেক্ষা করে আছে টেস্টে কবে পাকিস্তানকে পরাজিত করবে আফগানিস্তান

 |  2-minute read |   15-06-2018
  • Total Shares

কয়েক বছর আগেকার কথা। কলকাতায় একটি টি-২০ ম্যাচ খেলতে এসেছিল আফগানিস্তান।ক্রিকেটাররা রাজভবনের উল্টোদিকে একটি পাঁচতারা হোটেলে উঠেছিলেন। লোভ সামলাতে না পেরে বাড়ির কচিকাঁচাদের নিয়ে একদিন সটান হাজির হলাম হোটেলে।

বেশ কয়েক ঘণ্টা কাটালাম কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে। এদের মধ্যে দলের ম্যানেজার তাজ মহম্মদ আমাকে বিশেষ ভাবে আকৃষ্ট করেছিল। সেই আলাপচারিতায় উঠে এল আফগানিস্তান ক্রিকেটের নানান অজানা তথ্য। গল্প শুনে একজন পাখতুন নারী হিসেবে গর্ববোধ হল।

উত্তর পশ্চিম পাকিস্তানে আফগানিস্তান সীমান্ত লাগোয়া এক শরণার্থী শিবিরে বেড়ে ওঠা তাজের। আজ যে আফগানিস্তান টি-২০তে বলে বলে বাংলাদেশকে হারিয়ে দিচ্ছে বা ভারতের সঙ্গে টেস্ট খেলতে নামছে এর পিছনে তাজের ভূমিকা কিন্তু কম নয়। দেশের রাজধানী শহর কাবুলের উপকূলে একটি ছোট্ট জমিতে পথ চলা শুরু আফগানিস্তান ক্রিকেটের। সেখানে ক্রিকেট পরিকাঠামো খুবই সীমিত। তার উপর যুদ্ধ বিধস্ত আফগানিস্তানে হটাৎ হটাৎ করেই জনজীবন ব্যাহত হয়ে পড়ে। আর জনজীবন ব্যাহত হওয়া মানে ক্রিকেট প্রশিক্ষণও বন্ধ।

body1_061518043537.jpg সীমাবদ্ধতা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেটে বড় বড় দলগুলোর সঙ্গে সেয়ানে সেয়ানে টেক্কা দিচ্ছে আফগানিস্তান

এত সীমাবদ্ধতা সত্ত্বেও শুধুমাত্র তাজের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আন্তর্জাতিক ক্রিকেটে বড় বড় দলগুলোর সঙ্গে সেয়ানে সেয়ানে টেক্কা দিচ্ছেন পাখতুনরা।

আপনারা নিশ্চয়ই ভাবছেন পাখতুন কী। কলকাতায় আপনারা যাঁদের কাবুলিওয়ালা বলে চেনেন তাঁরা আদতে পাখতুনিস্তান অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলের লোকেদের পাখতুন বলা হয়। ভারতবর্ষে প্রায় ৩৩ লক্ষ পাখতুন বা কাবুলিওয়ালাদের বাস। কলকাতায় কাবুলিওয়ালাদের সংখ্যা এক লক্ষেরও বেশি। আর আমরা গর্বিত রশিদ খানদের জন্য।

সেদিন হোটেলের লবিতে রশিদ খানের সঙ্গে সাখ্যাত হয়েছিল। তখনও জানতাম একদিন এই ছেলেটিই বিশ্ব সেরা লেগস্পিনারের মর্যাদা পাবে। আমি ক্রিকেট খুব বেশি বুঝি তা নয়। কিন্তু আফগানিস্তানের কেউ যদি নিজের পেশায় বিশ্বসেরার সম্মান পায়ে তাহলে গর্বিত তো হতেই হবে।

body_061518043627.jpgধন্যবাদ ভারতীয় ক্রিকেট বোর্ডকে, আফগানিস্তানকে অনুশীলন করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য

আমি আলাদা করে ধন্যবাদ জানাব ভারতীয় ক্রিকেট বোর্ডকে। দেরাদুনের মতো ছবির মতো সুন্দর শহরে আফগানিস্তানকে অনুশীলন করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সীমিত পরিকাঠামো নিয়েও আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় উঠে এসেছে আফগানিস্তান। আমি নিশ্চিত, এখন উন্নতমানের পরিকাঠামো পেয়ে একদিন ক্রিকেট বিশ্বকে শাসন করবে আফগানিস্তান।

পাখতুনিস্তান নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের লড়াই দীর্ঘদিনের। মূলত এই কারণে দুই দেশের মধ্য তীব্র শত্রুতা। আফগানিস্তান পাকিস্তান শত্রুতা অনেকটা যেন ভারত পাকিস্তানের মতো।

আর, তাই তো গোটা বিশ্ব জুড়ে আফগানরা অপেক্ষা করে আছে কবে রশিদরা টেস্টে পাকিস্তানকে হারাবে।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

YASMIN NIGAR KHAN YASMIN NIGAR KHAN

The writer is the All India Pakhtoon Jirga E Hind and great grand daughter of Frontier Gandhi, Khan Abdul Ghaffar Khan.

Comment