চোরাশিকারের অভিযোগ: ব্যাঘ্র প্রকল্প থেকে গ্রেফতার গলফার জ্যোতি রণধাওয়া
বন্য বরাহের চামড়া, দূরবীণ, এ-২২ রাইফেল ও শিকারের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে
- Total Shares
চোরাশিকারের অভিযোগে উত্তরপ্রদেশের মোতিপুর রেঞ্জের কাটারনিঘাট থেকে আন্তর্জাতিক গলফার জ্যোতি রণধাওয়াকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের বনদফতর।
জ্যোতির কাছ থেকে একটি এ-২২ রাইফেল, একটি এসইউভি গাড়ি ও শিকারে ব্যবহৃত বিভিন্ন ধরণের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
ইন্ডিয়া টুডেতে প্রকাশিত খবর অনুযায়ী, গ্রেফতারের পর থেকে এই বর্ষীয়ান গলফার কাটারনিঘাটের ডিএফও-র জেরার সম্মুখীন হয়ে চলেছেন। রণধাওয়া বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের প্রাক্তন স্বামী।
গ্রেফতারের পরে গলফার জ্যোতি রণধাওয়া [সৌজন্য: ইন্ডিয়া টুডে]
খবরে প্রকাশ, মতিপুরের কাটারনিঘাটে সন্দেহজনক ভাবে গাড়ি চালানোর সময়ে বনদফতরের নজরে আসেন রণধাওয়া। মোতিপুরের কাটারনিঘাটে জ্যোতির একটা ফার্মও আছে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার একটা বনমোরগ শিকার করেন জ্যোতি। এর পরেই তাঁকে জঙ্গলের মধ্যেই আটক করা হয়। তাঁর গাড়ি থেকে বন্য বরাহের চামড়া, বাইনোকুলার ও একটি লাইসেন্সপ্রাপ্ত বন্দুক উদ্ধার হয়েছে। বন্দুকটি জ্যোতির নামে রেজিস্ট্রিকৃত বলেই জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।
এখানে উল্লেখ্য, এই সেলিব্রিটি গলফার সম্প্রতি আন্তর্জাতিক শ্যুটিং প্রতিযোগিতাগুলোতেও অংশগ্রহণ করা শুরু করেছিলেন।
রণধাওয়ার জন্ম ১৯৭২ সালে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলাতে তাঁর বেড়ে ওঠা। ১৯৯৪ সালে তিনি পেশাদার গলফারের স্বীকৃতি অর্জন করেছিলেন।
এর পর তিনি এশীয় সফরে মোট আটটি প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন - হিরো হন্ডা মাস্টার্স (১৯৯৮ ও ১৯৯৯), উইলস ইন্ডিয়ান ওপেন (২০০০), সিঙ্গাপুর ওপেন (২০০০), ভলভো মাস্টার্স অফ এশিয়া (২০০৪), হিরো হন্ডা ইন্ডিয়ান ওপেন (২০০৬ ও ২০০৭) এবং সিংহ থাইল্যান্ড ওপেন (২০০৯)। ইউরোপীয় সফরে তাঁর সেরা পারফর্ম্যান্স ২০০৪ সালে জনি ওয়াকার ক্লাসিকসে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করা। ২০০৫ ও ২০০৭ থেকে ২০০৯ সালে রণধাওয়া গল্ফ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেন।
লেখাটি পড়ুন ইংরেজিতে

