‘ওদের’ চোখে কলকাতার রাত-ভোর
‘ওদের’ সবার আগে ঘুম ভাঙে, ওই কাকভোরে আমার শহর আবর্জনা মুক্ত হয় ‘ওদের’ হাতের বাঁকেই
- Total Shares
বেশ কয়েক মাস আগে এক মাঝ রাতে আমি আর আমার এক ফোটোগ্রাফার বন্ধু ফোনে আড্ডা দিচ্ছিলাম। হ্যাঁ আড্ডা, পাড়ার রক ভেঙে ফ্ল্যাট বাড়ি হয়ে যাবার পর আড্ডাটা এখন ফোনেই হয়। যাই হোক, সেই রাতেই ঠিক করলাম রাতের শহরটা ঘুরে দেখব, যেমন কথা তেমন কাজ। বেরিয়ে পড়লাম আমি, আমার ফোটোগ্রাফার বন্ধু অনির্বাণ আর ক্যামেরা।
রোজ রাত দুটো বাজত, আমরা বেরিয়ে পড়তাম গাড়ি নিয়ে। সোজা গিয়ে প্রথমে দাঁড়াতাম ডালহৌসি অফিস পাড়াতে, যে ফুটপাথে সকালে ভিড়ে পথ চলা যায় না সেই ফুটপাথ জুড়ে ঘুমোচ্ছে ‘ওরা’। হঠাৎ মনে হল, বর্ষায় ‘এরা’ কথায় ঘুমোয়? হলদে নীল সাদা আলোর রোশনাই লেন্স বন্দি করার চক্করে ভুলিয়ে দিলাম ‘ওদের’ কথা। কিন্তু বেশিক্ষণ ভোলাতে পারলাম কই? ক্যামেরার লেন্স যখন কলকাতার রাত থেকে ভোর হবার সৌন্দর্যকে ফ্রেম বন্দি করতে দৌড়চ্ছে শহরের নানা প্রান্তে, আমার চোখ তখন ‘ওদের’ দিকে।
যে ফুটপাথে সকালে ভিড়ে পথ চলা যায় না সেই ফুটপাথ জুড়ে ঘুমোচ্ছে ‘ওরা
‘ওদের’ সবার আগে ঘুম ভাঙে, উনুনের আঁচে ভোর দেখে আমার শহর ‘ওদের’ হাত ধরেই, ওই কাকভোরে আমার শহর আবর্জনা মুক্ত হয় ‘ওদের’ হাতের বাঁকেই। একটু আলো ফুটতেই হাতে সস্তার সাবান সঙ্গী করে গঙ্গার কল ‘ধুয়ে ফেলতে পারি সব কিছুই জামাকাপড়, গাড়ি থেকে নিজেকেও’ এটা বোধহয় ‘ওদের’ দ্বারাই সম্ভব। দাঁড়িয়ে দুটো কথা বলারও যে সময় নেই, আপনার আমার ঘুম ভাঙার আগে যে খবরের কাগজটা দোরগোড়াতে পৌঁছে দেবার দায়িত্ব ‘ওদের’। শুধু কি তাই? ঘুম ভাঙার পর কাগজ হাতে চায়ের কাপটা ধরার অনেক আগে দুধের প্যাকেট পৌঁছে গেছে আপনার বাড়ি। ঘুম চোখে ব্যাজার মুখ নিয়ে দরজা খুলতেই যে আপনার বাড়িতে হাসি মুখে কাজ করতে আসে সেও যে ‘ওদেরই’ একজন।
রাত শেষে ভোর হয়ে সারাদিনের পর আবার নামে রাত আপনি আমি বাড়ি ফিরি রাতের খাবার তৈরি, এবার ওদের ফেরার কথা... কিন্তু কোথায়? শ্যামবাজার থেকে শিয়ালদহ বা গড়িয়াহাট ‘ওদের’ তো বাড়ি নেই। আছে, ‘ওরা’ ঘুমোয় শহরের বুকে মাথা দিয়ে। ‘ওদের’ কাছে এই শহরটা আমার আপনার বেডরুমের মত নিজের।
আপনার আমার ঘুম ভাঙার আগে যে খবরের কাগজটা দোরগোড়াতে পৌঁছে দেবার দায়িত্ব ‘ওদের
আমার Youtube চ্যানেল The Bong Reels এর হয়ে ‘কলকাতা – এ ট্রিবিউট’ এই ডকু-ফিকশনটা বানাতে গিয়ে ‘ওদের’ একজন হবার চেষ্টা করেছি যার পিছনে অনুপ্রেরণা যুগিয়েছে অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল এর গলায় ‘প্রাক্তন’ ছবির গান ‘কলকাতা’।
আসুন না একবার ‘ওদের’ চোখে কলকাতা কে দেখবার চেষ্টা করি।

