সাগর ও মহাসাগরে ৮০০ কোটি টন প্লাস্টিক ভাসছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থল ও জলের জীববৈচিত্র্য

[ছবিতে প্রতিবেদন] ২০১৮ সালের পরিবেশ বার্তা 'প্লাস্টিক দূষণ হোক পরাভূত'

 |  1-minute read |   05-06-2018
  • Total Shares

এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম হিসেবে প্লাস্টিক-দূষণকেই বেছে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ । মূল আয়োজক দেশ ভারত।

২০১৭ সালের প্লাস্টিক ইনফ্রাস্ট্রাকচার রিপোর্টে বলা হয়েছে, প্রতি বছর ভারতে এক কোটি ২৮ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। বিশ্বে বিভিন্ন সাগর ও মহাসাগরে ৮০০ কোটি টন প্লাস্টিক ভেসে বেড়াচ্ছে এবং এই প্লাস্টিকের দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থল ও জলের জীববৈচিত্র্য। তাইল্যান্ডে ‘পাইলট’ প্রজাতির একটি মৃত তিমির পেটে কয়েক কিলোগ্রাম প্লাস্টিক মিলেছে।

প্লাস্টিকের বিকল্প আছে, আবার কী ধরনের প্লাস্টিক ব্যবরহার করা যায়, তারও বিধি আছে। যতদিন পর্যন্ত প্লাস্টিকের উপাদন বন্ধ না করা যাবে, ততদিন এর ব্যবহারও রোধ করা যাবে না।

body_060518015853.jpg

body1_060518015901.jpg

body3_060518015937.jpg

body2_060518015909.jpg

body4_060518015956.jpg

body5_060518020009.jpg

body6_060518020022.jpg

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment