স্কুলব্যাগের ওজন কমাতে স্কুলগুলিকেও আরও সচেতন হতে হবে
স্কুলের ব্যাগের ওজন শিশুর শরীরের ওজনের ১০ শতাংশের বেশি যেন না হয়
- Total Shares
খুদে পড়ুয়াদের স্কুলের ব্যাগের ওজন দেখলে শিক্ষিকা হিসেবে আমারও খুব কষ্ট হয়। তারা পিঠের বোঝার ভারে একেবারে নুয়ে পড়ে। স্কুল পড়ুয়াদের ব্যাগের ওজন নিয়ে এর আগেও বেশ অনেকবার অনেক তর্ক-বিতর্ক উঠেছে। কারণ স্কুল ব্যাগের অতিরিক্ত ওজনে শিশুদের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দেয়। তাদের পিঠ, ঘাড়, শিরদাঁড়া, মাথা তথা শরীরের বিভিন্ন অঙ্গে নানা রকম অসুবিধার সৃষ্টি হতেও দেখা গেছে। এর ফলে অবিভাবকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এমনকী বহু অবিভাবক স্কুলে এসে বিভিন্ন সময় আমাদের কাছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শিশুরা প্রতিদিন তাদের সাধ্যের বেশি ভারী স্কুল ব্যাগ বইতে হয় বলে স্পন্ডিলোসিস, স্লিপ ডিস্ক ও পসচুরাল স্কোলাইটিসে আক্রান্ত হয়ে পড়ে। এমনকি কিন্ডার গার্টেন বা প্রথম শ্রেণীর শিশুদেরও পাঁচটা-ছটা করে বই-খাতা নিয়মিত ভাবে স্কুলে নিয়ে যেতে হয়।
একটি শিশুর স্কুল ব্যাগের ওজন ঠিক কতটা হওয়া উচিত? পড়ুয়াদের স্কুলের ব্যাগের ওজন নিয়ে সরকারি এবং সিবিএসই-র নির্দেশও রয়েছে। স্কুলের ব্যাগের ওজন শিশুর শরীরের ওজনের দশ শতাংশের বেশি যেন না হয়।
তবে খুব দুঃখের বিষয় হল অধিকাংশ স্কুলেই এই নিয়ম মানা হয় না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বইপত্র, জলের বোতল এবং টিফিনবাক্স মিলিয়ে স্কুল ব্যাগের ওজন শিশুর ওজনের ৪০ থেকে ৪৫ শতাংশ বেশি হয়ে যায়। এছাড়াও তাদের প্রজেক্টের বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যেতে হয়। স্কুলের সাত থেকে আটটি পিরিয়ডের জন্য ছাত্রছাত্রীদের প্রত্যেকদিন সমস্ত খাতা-বই নিয়ে যেতে হয়।
এই নিয়ম মেনে চলতে হলে স্কুলগুলিতে কয়েকটি ব্যবস্থা রাখতে হবে। অধিকাংশ স্কুলেই তেমন পরিকাঠামো নেই। পড়ুয়াদের যাতে প্রত্যেকদিন সমস্ত খাতা-বই বইতে না হয় তাই প্রত্যেকটি শিশুকে লকার দিতে হবে, বেশিরভাগ স্কুলেই সেই ব্যবস্থা থাকে না। তাছাড়া স্কুলগুলো ব্যাগের ভার নিয়ে কোনওরকম নির্দেশিকা জারি করে না।
একটি শিশুর স্কুল ব্যাগের ওজন ঠিক কতটা হওয়া উচিত?
তাই আমার মনে হয় এই ক্ষেত্রে একটাই মোটা 'প্রাকটিস বুক' -এর ব্যবস্থা চালু করা যেতে পারে যার মধ্যেই সেই সেমিস্টার বা সেই সেশানে যা পড়ানো হবে সেটা থাকবে। এর ফলে পড়ুয়ারা শুধু ওই বইটি নিয়েই স্কুলে যাবে এবং আলাদা আলাদা করে বিভিন্ন বিষয়ের বই নিতে হবে না। তাছাড়া যে খাতায় লেখান হচ্ছে সেটা যদি প্রত্যেকদিন জমা নিয়ে নেওয়া হয় এবং সপ্তাহের নির্ধারিত একটি দিনে অবিভাবকদের ডেকে সেই খাতা দেওয়া হয় তাহলেই শিশুদের এই বোঝা অনেকটা কমান সম্ভব হবে।
এখন স্কুলগুলিতে ওয়ার্কশিটের সাহায্যে পড়ান হয়। এই ধরণের ওয়ার্কশিট ব্যবহার করলে পড়ুয়াদের নিয়মিত খাতা-বই নিয়ে যেতে হবে না স্কুলে। তাই এইধরণের ওয়ার্কশিটের ব্যবহার আরও বেশি করে চালু করতে হবে।
স্কুল ব্যাগের অতিরিক্ত ওজনে শিশুদের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দেয়
এছাড়াও অবিভাবকদের বলব তাঁরা তাঁদের সন্তানদের স্কুল ব্যাগ কিনে দেওয়ার সময় সেই ব্যাগের ওজন দেখে কিনুন। দেখবেন ব্যাগটি যেন অতিরিক্ত ভারী না হয়।
স্কুলে সমস্ত বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা না করে একটি খাতাই সবকটি বিষয়ের জন্য ব্যবহার করার নিয়ম করতে হবে।
অবশ্য এমন স্কুলও আছে যেখানে শিশুদের খাতা-বই নিয়ে যেতে হয় না। তবে তেমন স্কুল হাতে গোনা মোটে কয়েকটা।

