মহানায়কের সাজঘর কি নতুন চেহারায় সেজে উঠবে, না কি ধুলো মাটির নীচে চাপা পড়ে যাবে?
এই সাজঘরের দেওয়ালগুলি সাক্ষী ছিল অনেক গল্প, অনেক আড্ডার
- Total Shares
মহানায়কের মৃত্যুর পর থেকে কিছুদিন আগে পর্যন্ত সংরক্ষিত ছিল নিউ থিয়েটারস-১ এর ভেতর মহানায়কের নিজস্ব সাজঘর। সেই ঘরে ছিল একটি আরাম কেদারা, একটি আলনা, তাঁর ব্যবহার করা এক জোড়া চটি আর ছিল হাজার হাজার স্মৃতি। এই সাজঘর ছিল বহু শিল্পীর কাছে মন্দিরের মতো। বহু মানুষ মহানায়কের জন্ম ও মৃত্যু দিনে সেখানে শ্রদ্ধাঞ্জলি দিতেন। এই সাজঘরের দেওয়ালগুলি সাক্ষী ছিল অনেক গল্প, অনেক আড্ডার। কিন্তু সেই ঘর আজ মিশে গেছে ধুলোয়; উন্নয়নের স্বার্থে। সোশ্যাল মিডিয়ে জুড়ে ছড়িয়ে পড়ে সেই ভগ্নস্তূপের ছবি। অভিযোগের নিশানায় এনটি ওয়ান কত্রিপক্ষ। কিন্তু কতটা সত্যতা আছে সেই অভিযোগের? কেন ভাঙা হল এই সাজঘর?
এই সাজঘরের দেওয়ালগুলি সাক্ষী ছিল অনেক গল্প, অনেক আড্ডার
যদিও উত্তম ভক্তদের প্রশ্ন, ‘সাজঘরটি পুরোপুরি না ভেঙে মেরামত করা যেত না কি?’ পাশাপাশি অভিযোগ উঠে ছিল সাজঘর ভেঙে বসানো হবে পাওয়ার সাপ্লাইয়ের সাবস্টেশন। কিন্তু এই সব অভিযোগে সম্পূর্ণ ভাবে জল ঢেলে স্টুডিওর মালিক পক্ষ জানান যে এরম কিছুই হচ্ছে না, সাবস্টেশন কখনই অত ছোট ঘরে বসানো সম্ভব নয়, নতুন সাবস্টেশন বসছে স্টুডিয়োর পিছন দিকে। যেহেতু দুটো কাজ একই সঙ্গে শুরু হয়েছে তাই হয়ত অনেকে ভুল বুঝেছেন। সাজঘরটির অবস্থা অত্যন্ত খারাপ হওয়াতে মহানায়কের ব্যবহৃত জিনিসগুলি আপাতত সরিয়ে রাখা হয়েছে। বর্ষায় সাজঘরটির ছাদ চুঁয়ে জল পড়ার কারণে দেওয়ালগুলির অবস্থা মেরামত করার মতো না থাকায় পুনর্নির্মাণ করা ছাড়া আর কোনও উপায় ছিল না। তাই তিনি আশ্বাস দেন যে, মহানায়কের মৃত্যু দিবসের আগে, মানে ২৪ জুলাইয়ের আগে সাজঘরটিকে তাঁর পুরনো মর্যাদায় ফিরিয়ে দেবেন।
মাটির নীচে চাপা পড়ে যাবে উত্তম-স্মৃতি ?
এই পুনর্নির্মাণের পক্ষ নিয়েছেন উত্তম যুগের বহু বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীরা। তাঁদের কথায়, এনটি ওয়ান স্টুডিও বহু বছর ধরে ঐতিহ্যবাহী সাজঘরের সংরক্ষণ করে এসেছে তাই তাঁরা কখনই এমন কিছু করবে না যাতে মহানায়কের ভাবমূর্তিতে আঘাত লাগে। আজকের শীর্ষ অভিনেতারাও এই সিদ্ধান্তের পক্ষে।
সত্যিই কি নতুন চেহারায় সেজে উঠবে মহানায়কের সাজঘর? না কি ধুলো মাটির নীচে চাপা পড়ে যাবে উত্তম-স্মৃতি ? আশা আশঙ্কায় উত্তম ভক্তরা।

