শীত এলো বলে: দেখে নেওয়া যাক হিন্দি সিনেমায় ব্যবহৃত কয়েকটি শীতকালের গান

পরনে ঢলঢলে সোয়েটার আর হাতে এক এক কাপ গরম কফি, কাশ্মীর উপত্যকায় হারিয়ে যাওয়ার আদর্শ পরিস্থিতি

 |  3-minute read |   21-11-2018
  • Total Shares

এক শীতের অলস সকাল। কম্বলটা এক ঝটকায় পা দিয়ে ঠেলে ফেলতে মন সায় দিচ্ছে না। কিন্তু করতেই হবে। আর কিছু নাই বা হল শীতের সকালে এক কাপ গরম কফি তো চাই। এর পর একটি ঢলঢলে সোয়েটার পড়ে জানলা দিয়ে বাইরে তাকানো। দেখবেন অজান্তেই একটি গান গুনগুন করতে শুরু করে দিয়েছেন: "ইয়ে হাসিন ওয়াদিয়া।"

ছুটির দিনে এই রোমান্টিকতা চলতে পারে। অন্যদিনে নয়।

আজ যদি আপনার অফিস থেকে থাকে তাহলে খামোকা দেরি করতে যাবেনই বা কেন? শুধু দুটি কথা জানিয়ে রাখতে চাই।

body_112118022246.jpgশীতকালের বলিউড সত্যিই অপূর্ব [সৌজন্যে: ইউটিউব]

হিন্দি সিনেমার সঙ্গে বর্ষাকালের নাড়ির যোগ। ভিজে মাটির মতোই এই সম্পর্ক অত্যন্ত সুমধুর। কিন্তু শীতকালের সঙ্গে হিন্দি সিনেমার সম্পর্ক কিন্তু একেবারেই হেলাফেলা করার মতো নয়।

এক ঝলক দেখে নেওয়া যাক হিন্দি সিমেনায় ব্যবহৃত বিখ্যাত শীতকালের গানগুলোকে।

এক শীতের অলস সকাল। কম্বলটা এক ঝটকায় পা দিয়ে ঠেলে ফেলতে মন সায় দিচ্ছে না। কিন্তু করতেই হবে। আর কিছু নাই বা হল শীতের সকালে এক কাপ গরম কফি তো চাই। এর পর একটি ঢলঢলে সোয়েটার পড়ে জানলা দিয়ে বাইরে তাকানো। দেখবেন অজান্তেই একটি গান গুনগুন করতে শুরু করে দিয়েছেন: "ইয়ে হাসিন ওয়াদিয়া।"

ছুটির দিনে এই রোমান্টিকতা চলতে পারে। অন্যদিনে নয়।

আজ যদি আপনার অফিস থেকে থাকে তাহলে খামোকা দেরি করতে যাবেনই বা কেন? শুধু দুটি কথা জানিয়ে রাখতে চাই।

হিন্দি সিনেমার সঙ্গে বর্ষাকালের নাড়ির যোগ। ভিজে মাটির মতোই এই সম্পর্ক অত্যন্ত সুমধুর। কিন্তু শীতকালের সঙ্গে হিন্দি সিনেমার সম্পর্ক কিন্তু একেবারেই হেলাফেলা করার মতো নয়।

এক ঝলক দেখে নেওয়া যাক হিন্দি সিমেনায় ব্যবহৃত বিখ্যাত শীতকালের গানগুলোকে।

ইহে হাসিন ওয়াদিয়া

দার্জিলিংয়ের চায়ের মতোই শীতকালের শুরুটাও কেন জানি আপনাকে জানান দেয় যে আপনার চারিপাশের শোভা কতটা অপূর্ব। রোমান্টিক মন সঙ্গে সঙ্গে সুইৎজারল্যান্ড কিংবা কাশ্মীর উপত্যকায় হারিয়ে যায়। সিফনের শাড়ি পরে মৃদু ঠান্ডা বাতাসে এলোচুল যেন খেলা করে বেড়ায়। রোজা কিংবা সিলসিলার কথা ভাবুন, কিংবা যশ চোপড়ার কথা। সত্যি, অপূর্ব শব্দটি ব্যবহার করতেও যেন কটূক্তি হয়।

বিড়ি জ্বালাইলে

কিছুক্ষনের মধ্যেই আপনার মনে হতেই পারে যে কাশ্মীরের ঠান্ডায় আর যায় মানাক না কেন শিফনের শাড়ি মানায় না। আপনাকে ঘিলাফ কিংবা লিহাফের মতো গরম পোশাক ব্যবহার করতেই হবে। সঙ্গে চাই এক কাপ গরম হট চকলেট।

ওমকারার কথা কি মনে পড়ল?

দিল্লি কী সর্দি

শীতকালের ঠান্ডা আপনার দাঁত কাঁপাতে বাধ্য। কখনও কখনও তা আবার হাড় কাঁপানোও হয়। কাঁপা গলায় জামিন সিনেমার বিখ্যাত গান 'দিল্লি কি সর্দি' দু-কলি গেয়ে ফেলুন না।

জারা সি ঝুম লু মে

অনেক হয়েছে। এবার ঠান্ডা থেকে রেহাই পেতে একটি বড় বোতল ও ছোট গ্লাসগুলোর প্ৰয়োজন পড়ছে। তার কিছু নেতিবাচক প্রভাব হয়ত থাকবে। কিন্তু, তা গায়ে না মাখলেই হল। তার চেয়ে ডিডিএলজের ঢংয়ে একটু গা গরম করে নেওয়া যাক। ঠান্ডা থেকে তো বাঁচতে হবে, কী বলেন?

সুবানাল্লাহ

সব ভালো যার শেষ ভালো। তাই আবার সৌন্দর্য্যে ফিরে যাওয়া যাক।

মানুষ যে কাজটি সবচেয়ে ভালো পারে তা হল সব ধরণের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। শীতের সঙ্গে আমরা মানিয়ে নিতে পারে। শীতকালও আমাদের সঙ্গে মানিয়ে চলতে পারে। শীতকাল যেন শেষ না হয় - তা তো আমরা সকলেই চাই। কিন্তু কিছু করার নেই। শীত শেষ না হলে গ্রীষ্মকাল ভিলেনের মতো আবির্ভূত হবে কী ভাবে? শেষ বেলায় ইহে জওয়ানি হ্যায় দিওয়ানি হয়ে যাক।

লেখাটি পড়ুন ইংরেজিতে

 

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000
Comment