কলকাতায় এখনও ৬২টি রাস্তায় সাইকেল নিষিদ্ধ, এর সমাধান কই?
‘ওয়ার্ল্ড বাইসাইকেল ডে’: দীর্ঘ মতবিরোধের পর ২০১৮ সালে এবছরই জাতিসংঘ এই দিনটি ঘোষণা করেছে
- Total Shares
আজ ‘ওয়ার্ল্ড বাইসাইকেল ডে’। দীর্ঘ মতবিরোধের পর এই ২০১৮ সালে রাষ্ট্রপুঞ্জ ৩ জুনকে ‘ওয়ার্ল্ড বাইসাইকেল ডে’ ঘোষণা করেছে। ‘ওয়ার্ল্ড সাইক্লিং এলায়েন্স’ থেকে শুরু করে ‘ইউরোপিয়ান সাইক্লিস্টস ফেডারেশন’ সবাই উচ্ছসিত। জাতিসংঘের ডিক্লারেশন, -‘সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিক থেকে লাভজনক উপায় হল সাইক্লিং’।
কিন্তু আমাদের এই বঙ্গের হালহকিকত কেমন? কলকাতার সাইকেল সংগঠনগুলি নিজের উদ্যোগে আজকের দিনটিকে পালন করল শহর এবং শহরতলিতে বিভিন্ন রাইডের আয়োজন করে। হিডকো এবং কেএমডিএ সঙ্গে যৌথভাবে পালন করে 'সাইকেল নেটওয়ার্ক গ্রো’। তাঁদের আয়োজন ছিল ইকোপার্ক নিউটাউন সংলগ্ন অঞ্চলে। ‘এজম্যাক্স রেসিং টিমে’র উদ্যোগ ছিল আরও অভিনব। এয়ারপোর্ট থেকে সিঙ্গুর গিয়ে আবার ফেরা। প্রায় ১০০ কিলোমিটার। এই গরম এবং আর্দ্রতায় যথেষ্ট কষ্টকর।
কলকাতার সাইকেল সংগঠনগুলি দিনটিকে পালন করল শহর এবং শহরতলিতে বিভিন্ন রাইডের আয়োজন করে
‘কলকাতা সাইকেল সমাজ’ দিনটিকে পালন করেছে ভিক্টোরিয়া প্যালেসের সামনে থেকে খিদিরপুর, প্রিন্সেপঘাট, ইডেন হয়ে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে সাইকেল র্যালি শেষ করে। এই অনুষ্ঠানে যোগদান করতে সুদূর শ্যামনগর থেকেও সদস্যরা এসেছেন।
কিন্তু আমাদের মনে রাখতে হবে এই উদ্যোগগুলি মূলত বেসরকারী বা ব্যক্তিগত। কলকাতায় এখনও ৬২টি রাস্তায় সাইকেল নিষিদ্ধ। যার অনেকগুলি রাস্তার সঙ্গেই সাধারণ মানুষের রুটিরোজগার জড়িয়ে আছে। সরকারীভাবে এই অসুবিধার সমাধান কই?

