আগমনীর সুর বাজলো বলে, কুমোরটুলি তো পশ্চিমবঙ্গকে বিশ্ববরেণ্য করে তুলেছে

[চিত্র প্রবন্ধ] ২০০৬ সাল থেকে অন্তত ১২,৩০০ প্রতিমা পাড়ি দিয়েছে ৯৩টি রাষ্ট্রে

 |  1-minute read |   24-08-2018
  • Total Shares

মা আসছেন... সুর বেজেছে আগমনীর। বাঙালিদের সবথেকে গুরুত্বপূর্ণ উৎসব দুর্গাপূজা। পুজোর ক'মাস আগে থেকেই রাজসজ্জায় সজ্জিত হন মা আর যাদের অক্লান্ত পরিশ্রম আর নৈপুণ্যের হাতে সেজে ওঠেন দেবী তাঁরাই কুমোর সম্প্রদায়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সাম্রাজ্য বিস্তার নিয়ে আগ্রহী হলে, ডিরেক্টর এর আদেশ অনুযায়ী জন জেফানিয়া হলওয়েল মজুরদের জন্য পেশাভিত্তিক পাড়ায় অঞ্চল বণ্টন করে দেন। যেমন: শুঁড়িদের (মদ বিক্রেতা) জন্য শুঁড়ি পাড়া ,কলুটোলা (তেল ব্যবসায়ী), আহিড়িটোলা, কুমোরপাড়া ইত্যাদি।

১৭০০সালে কুমোরটুলির নন্দরাম সেন কলকাতায় প্রথম কালেক্টর নিযুক্ত হন, যিনি ব্ল্যাক-ডেপুটি নামে পরিচিত হন এবং বর্তমানে তাঁর নামে একটি রাস্তা ও আছে এই পাড়ায়। উত্তর কলকাতার উত্তরভাগে ৯নম্বর ওয়ার্ড ছাড়িয়ে সারা পশ্চিমবাংলায় সুনাম কুড়িয়েছে। শুধু তাই নয় শৈল্পিক জাদু দেখেছে তামাম দুনিয়া-- আমেরিকা, ইংল্যান্ড, জাপান, নিউজিল্যান্ড প্রভৃতি দেশ, প্রবাসী বাঙালিদের সৌজন্যে। ২০০৬ সাল থেকে অন্তত ১২,৩০০ দুর্গা প্রতিমা পাড়ি দিয়েছে ৯৩টি রাষ্ট্রের বিভিন্ন স্থানে। ১৯৮৪ সালে প্রথম লক্ষ্মীনিবাস মিত্তলের পুজোর জন্য প্রতিমা রপ্তানি হয় এখান থেকে । আসুন,আমরা দেখে নিই সেই কুমোরটুলির অসামান্য কয়েকটি ছবি, সেখানে রয়েছে এইসব শিল্পীদের হাত্র স্পর্শ। 

body_082418121015.jpg

body1_082418121029.jpg

body2_082418121043.jpg

body3_082418121118.jpg

body4_082418121130.jpg

body5_082418121148.jpg

body6_082418121200.jpg

 

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

ARPAN GANGULY ARPAN GANGULY

The writer is a corporate executive and passionate photographer.

Comment