ফ্যাক্ট চেক: সম্প্রতি সরকার এই ১০০০ টাকার কয়েন বাজারে এনেছে?
বিভ্রান্তিকর পোস্টটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
সামঝানা থাপা নামের এক ফেসবুক ব্যবহারকারী কয়েকটি কয়েনের ছবি দিয়ে দাবি করেছে যে সরকার ১০০০ টাকার কয়েন আনছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী পোস্টটি সঠিক নয়।
পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
আমরা তদন্ত করে দেখেছি যে এই কয়েনটি তামিলনাড়ুর বৃহদীশ্বরা মন্দিরের ১০০০ বছর পূরণ উপলক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বার করেছিল। কিন্তু এই কয়েন কখনোই জনসাধারণের ব্যবহারের জন্য আনা হয়নি। এটি একটি স্মারক কয়েন।স্মারক ১৫০ টাকার কয়েনটি বার করা হয়েছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ বছর জন্মবার্ষিকী উপলক্ষে। এছাড়াও গান্ধীর ১৫০ বছরের জন্মদিনে আনা হয়েছিল এই স্মারক কয়েন।
স্মারক ৭৫ টাকার কয়েনটি বার করা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের ৭৫ বছর উদযাপনের জন্য। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে সম্মান জানাতে ২০০ টাকার স্মারক কয়েন বার করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এটি বার করা হয়েছিল ২০১৬ সালে। ১০০ টাকার স্মারক কয়েন বার করা হয়েছিল বেশ কয়েকবার।২০১৮ সালে মোদী এই স্মারক কয়েন উদ্বোধন করেছিলেন প্রান্কটন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর সম্মানার্থে। ১২৫ টাকার স্মারক কয়েন বাজারে জানান হয়েছিল দুবার।
তাই সব কয়েনগুলিই বার করা হয়েছিল সবই কোনো না কোনো স্মারক আনার জন্য সাধারণ মানুষের ব্যবহারের জন্য নয়। তাই এই পোস্টটি বিভ্রান্তিকর।
এর আগে এই খবরকে ভুয়ো বলে প্রতিবেদন প্রকাশ করেছে বুমলাইভ এবং কুইন্ট।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false