ফ্যাক্ট চেক: সি এ এ -র বিরুদ্ধে প্রতিবাদে ভারতীয় ক্রিকেট দল গুয়াহাটিতে ম্যাচ খেলেনি?

ভুয়ো দাবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   24-01-2020
  • Total Shares

ভারত শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও এবার ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়।

আমরা কমিউনিস্ট নামের একটি ফেসবুক পেজ জানুয়ারী মাসে ৫ তারিখ পোস্ট করেছে যে সিএএ-র প্রতিবাদে ভারত শ্রীলঙ্কা গুয়াহাটি ম্যাচ খেলতে চায়নি, তাই ম্যাচ হয়নি। লেখা হয়েছে,''ব্রেকিং নিউজঃ সিএএ এর প্রতিবাদে গুয়াহাটিতে ম্যাচ খেলবেনা বলে জানিয়ে দিলো ভারত আর শ্রীলঙ্কা দুই টিমই। আজকের টি-২০ ম্যাচ স্থগিত করা হল দুই দলের বিরোধিতার পর। আজ আবারও মুখ পুড়ল মোদীর।''

cric-post-body_012420073155.jpg

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এই পোস্টটির দাবিটি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ম্যাচ বাতিল হয় বৃষ্টির জন্য পিচ ভিজে থাকায়। এই টি-টোয়েন্টি ম্যাচটি হওয়ার কথা ছিল গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে।

যেকোনো ক্রিকেট ম্যাচের রিপোর্ট নিয়ে শেষকথা উইজডেন। জানুয়ারী মাসে ৫ তারিখ উইজডেনের রিপোর্ট অনুযায়ী ভারত শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এখানে রয়েছে সেই রিপোর্ট।

wisden-body_012420073323.jpg

এছাড়াও সমস্ত মিডিয়া রিপোর্টে এই ম্যাচের শেষে উল্লেখ রয়েছে যে বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এখানে দেখতে পারেন এ বি পি নিউজের একটি রিপোর্ট।

ইন্ডিয়া টুডে-তেও প্রকাশিত হয় এ সংক্রান্ত রিপোর্ট। তাই এইসব তথ্য প্রমান থেকে স্পষ্ট হয় যে আমরা কমিউনিস্ট যে দাবি করেছে তা সম্পর্ণ ভুয়ো।

ফ্যাক্ট চেক: সি এ এ -র বিরুদ্ধে প্রতিবাদে ভারতীয় ক্রিকেট দল গুয়াহাটিতে ম্যাচ খেলেনি?
Claimসি এ এ -র বিরুদ্ধে প্রতিবাদে ভারতীয় ক্রিকেট দল গুয়াহাটিতে ম্যাচ খেলেনি Conclusion গুয়াহাটিতে ম্যাচ হয়নি বৃষ্টির জন্য
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment