ফ্যাক্ট চেক: সোশ্যাল মিডিয়া, ফোনে নজরদারি কলকাতা পুলিশের?

ভাইরাল খবরটি ভুয়ো

 |  3-minute read |   16-07-2019
  • Total Shares

গত ১৩ জুন সইদুল মল্লিক নামের এক ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেন যে কলকাতা পুলিশ নতুন কিছু নিয়ম এনেছেন যে এখন থেকে নাগরিকদের সমস্ত কল এবং মেসেজের উপর নজরদারি চালানো হবে। নজরদারি করা হবে নাগরিকদের সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট-এর উপরও।

তিনি দাবি করেছেন কলকাতা পুলিশ নজরদারি সংক্রান্ত ১৫ দফা সতর্কবাণী দিয়েছে। তাঁর দাবি, সতর্কবাণীগুলো অনেকটা এরকম।

 

''1) সমস্ত ফোন কোল রেকর্ড করা হবে ।

2) সমস্থ ফোন কোল রেকর্ডিং সেভ করা থাকবে ।

3) ওয়াটস এ্যাপ মনিটরিং করা হবে ।

4) টুইটার মনিটরিং করা হবে ।

5) ফেসবুক মনিটরিং করা হবে ।

6) সমস্ত সোশাল মিডিয়া সহ গ্রুপগুলো মনিটরিং করা হবে

7) আপনার অজান্তেই আপনি মিনিস্ট্রি সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে আছেন ।

8) সাবধান হোন,অপ্রয়োজনীয় মেসেজ সেন্ড করবেন না ।

9) আপনার সন্তান,আত্মীয় ও বন্ধুদের সাবধান করুন ও এর থেকে বিরত রাখুন ।

10) সমাজ,জীবন ও জীবিকা ধর্মীয় এবং ব্যাক্তিগত সহ প্রশাসনিক পদে থাকা কোনো ব্যাক্তি যেমন রাষ্টপতি,রাজ্যপাল,প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রী,দেশের ও রাজ্যের মন্ত্রীগণ এর সম্পর্কে কোনো পোস্ট ও ভিডিও ফরোয়ার্ড করা থেকে বিরত থাকুন ।

11) প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে , যেকোনো সময় প্রশাসন ও সইবার ক্রাইম সেল কঠোর পদক্ষেপ গ্রহন করতে পারে । এমন কোনো পোস্ট বা ভিডিও প্রয়জনে এখুনি ডিলিট করুন । আপনার প্রিয়জন ও বন্ধুদের সূচনা দিন ।

12) ধর্মীয় উদ্দেশ্যপ্রণদিত যেকোনো রাজনৈতিক লেখা ও পোস্ট বা বিতর্ক সভা এখন শাস্তিযোগ্য অপরাধ । 13) ওয়ারেন্ট ছাড়াই আপনি ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হতে পারেন ।

14) এটা ভীষণ ই জরুরি সতর্কবাণী,তাই অহেতুক দেরি হওয়ার আগেই গ্রুপের সকল সদস্যদের আলাদাভাবে জানিয়ে দিন । প্রতিটা গ্রুপে ... পোস্ট এ্যাপ্রুভ রাখুন । নাহলে গ্রুপ এ্যাডমিন রাও প্রশাসনের শাস্তির মুখে পড়তে পারেন । গভীরভাবে চিন্তা করার বিষয় অবশ্যই আছে ।

15) নিজের পোস্টের প্রতি যত্ন নিন এবং অপ্রয়োজনীয় পোস্ট,মেসেজ,ছবি,গুজব খবর ও ভিডিও সেন্ড করা থেকে বিরত থাকুন ।''

তিনি আরো লিখেছেন, ''এটা নির্ভেজাল সত্য,সকলকে সতর্ক করুন । পাওয়া মাত্র শেয়ার করুন ॥

উল্টোপাল্টা উস্কানিমূলক পোস্ট দেখলেই, স্ক্রিনশট নিয়ে পোস্টের লিঙ্ক কপি করে Kolkata Police এর অফিসিয়াল পেজের ইনবক্সে দিয়ে আসুন।

সাথে সাথে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবেন। *আমরা সবাই যদি নিজেদের একটু চেষ্টায় একটি করে স্ক্রিনশটের সাথে পোস্টের লিঙ্ক দিয়ে মেসেজ করি তাহলে প্রশাসনের সাহায্যে প্রকৃত দোষী অবশ্যই শাস্তি পাবে*''

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন। পোস্টটি ওয়াটসাপেও প্রচুর মানুষ শেয়ার করেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ওয়ার রুম ফেক নিউজ (আফাওয়া) বিষয়টি তদন্ত করেত গিয়ে দেখেছে খবরটি ভুয়ো। এধরণের কোনো মনিটরিং শুরু করেনি কলকাতা পুলিশ। গত দু বছর ধরে এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। আবার নতুন করে খবরটি ছড়াতে শুরু করেছে। কলকাতা পুলিশ নিজেই খবরটিকে ভুয়ো খবর বলে তাঁদের ফেসবুক পেজে পোস্ট করে।

এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে কলকাতা পুলিশ জানায় তারা আগেও বিষয়টি ভুয়ো খবর বলে জানিয়েছিলেন, 

''THIS IS FAKE .. এটা সম্পূর্ণ মিথ্যে

নিচের মেসেজটি ফোনে ফোনে ঘুরছে। অনেকে জানতে চাইছেন, সত্যি কিনা। সত্যি নয়। নিচের মেসেজটি সর্বৈব মিথ্যে।

যে বা যাঁরা এই বার্তার উৎস, যাঁরা ছড়াচ্ছেন এই মিথ্যে, চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেব আমরা।''

 

তাই ওয়াটসাপ এবং ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টটি সম্পূর্ণ মিথ্যা। এর আগে বুম লাইভ খবরটি ভুয়ো বলে নস্যাৎ করে।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment