ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল উত্তরপ্রদেশের মাদ্রাসায় এই অস্ত্র উদ্ধারের ঘটনা

তদন্তে দেখা গেছে, ২০১৯ সালের ঘটনাটির সঙ্গে অস্ত্রের এই ছবিগুলির সম্পর্ক নেই

 |  2-minute read |   29-05-2020
  • Total Shares

সম্প্রতি উত্তরপ্রদেশের বিজনরের এক মাদ্রাসায় অস্ত্র উদ্ধারের ঘটনার কিছু ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।ফেসবুকের সেই পোস্টে দাবী করা হয়, অস্ত্র উদ্ধারের সময় লাইট মেশিনগান সেখানে পাওয়া যায়।

শ্যামল বিশ্বাস নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিগুলি পোস্ট করে লেখেন, "উত্তরপ্রদেশের বিজনরে একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে অস্ত্রের একটি ক্যাশ উদ্ধার গ্রেপ্তার ৬ জন আলেম! উদ্বেগজনক বিষয় হ'ল এলএমজি মেশিনগান পাওয়া যায়! এক মিনিটে ৪০০০ রাউন্ড গুলি চালাতে সক্ষম মেশিনগান! এই লোকদের প্রস্তুতি বুঝুন"।

lead-up_052920093849.png

আপনারা এই ফেসবুক পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।পোস্টে থাকা অস্ত্রগুলির এই ছবিটির সাথে ২০১৯ সালে উত্তরপ্রদেশের বিজনরের সেই মাদ্রাসায় অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পর্ক নেই।তাছাড়া সেখান থেকে কোনো লাইট মেশিনগান পাওয়া যায়নি।

অনুসন্ধানের প্রথমে পুলিশের সাংবাদিক সম্মেলন করার ছবিটি আমরা রিভার্স সার্চ করি।সেখান থেকে আমরা বিজনর পুলিশের করা এই টুইটটি খুঁজে পাই।তাতে অভিযুক্তদের পুলিশের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায়।

up-2_052920093903.png

টুইটটিতে বলা হয়, শেরকোট থানার পুলিশ অস্ত্র চোরাচালানের অভিযোগে এক মাদ্রাসা থেকে ১টি পিস্তল, ৪ টি বন্দুক ও বেশ কিছু কার্তুজসহ ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করে।এখানে আমরা কোথাও লাইট মেশিনগান উদ্ধারের উল্লেখ পাইনা।

দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই প্রতিবেদনটি থেকে আমরা জানতে পারি, গোপন সূত্রে খবর পেয়ে শেরকোট এলাকার কান্ধলা রোডের দারুল কুরআন হামিদিয়া নামের সেই মাদ্রাসাটিতে অভিযান চালানো হয়।রিপোর্টে বলা হয়, জুলাই ১০, ২০১৯ তারিখে গ্রেপ্তার হওয়া ৬ অভিযুক্তদের একজন সেই মাদ্রাসার শিক্ষক ছিলেন।        

এরপর আমরা ভাইরাল এই পোস্টে থাকা সোফা ও টেবিলের উপর রাখা রাইফেল ও পিস্তলের ছবিটি রিভার্স সার্চ করি।সেখান থেকে আমরা টাম্বলারে মার্চ ৩, ২০১৯ তারিখের এক পোস্টে বন্দুকগুলির এই ছবিটি খুঁজে পাই।

up-3_052920093919.png

এতে আমরা নিশ্চিত হই, বন্দুকগুলির এই ছবিটির সঙ্গে উত্তরপ্রদেশের বিজনরের সেই মাদ্রাসায় অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পর্ক নেই।

সুতরাং, এর থেকে পরিষ্কার যে দাবীটি বিভ্রান্তিকর।ভাইরাল এই পোস্টে থাকা অস্ত্রগুলির ছবিটির সাথে ২০১৯ সালে হওয়া উত্তরপ্রদেশের বিজনরের সেই মাদ্রাসায় অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল উত্তরপ্রদেশের মাদ্রাসায় এই অস্ত্র উদ্ধারের ঘটনা
Claimলাইট মেশিনগানসহ ছবিতে থাকা অস্ত্রগুলি উত্তরপ্রদেশের বিজনরের এক মাদ্রাসা থেকে উদ্ধার করা হয় Conclusion ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর এবং অস্ত্রগুলির এই ছবিটির সাথে ২০১৯ সালে হওয়া উত্তরপ্রদেশের বিজনরের সেই মাদ্রাসায় অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পর্ক নেই।তাছাড়া সেখান থেকে কোনো লাইট মেশিনগান পাওয়া যায়নি।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment